ইরানে কুকুর পুষলে শাস্তি হিসেবে বেত্রাঘাতের দ- দেয়ার আইন প্রণয়নের সুপারিশ করেছেন দেশটির কট্টরপন্থী আইনপ্রণেতারা। ঘরে কুকুর পুষলে বা প্রকাশ্যে কুকুরকে হাঁটালে, ৭৪ ঘা চাবুক মারা হতে পারে মনিবকে এবং তার সঙ্গে গুণতে হতে পারে বড় অঙ্কের জরিমানাও। কোন কুকুর-প্রেমী পোষা প্রাণীটিকে হাঁটানোর সময় ধরা পড়লে বা গোপনে ঘরে কুকুর পুষলে, তাকে ৩৭০ থেকে ৩ হাজার ৭০০ ডলার পর্যন্ত জরিমানা দিতে হবে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। ইরানের রক্ষণশীল নেতাদের নিয়ন্ত্রণে থাকা পার্লামেন্টের ৩২ সদস্য এ প্রস্তাবটি আইনে পরিণত করতে স্বাক্ষর করেছেন। সাধারণভাবে, মুসলিম সমাজে কুকুরকে অপবিত্র হিসেবে গণ্য করা হয়। কুকুরকে হালকা চাপড় দেয়া বা প্রাণীটির লালা শরীরের লাগলে, সেটাকে নাজায়েজ হিসেবে বিবেচনা করা হয়। সে কারণে ইরানের রাস্তায় কুকুর সচরাচর দেখা যায় না। অল্প সংখ্যক পরিবার কুকুর পুষলেও, সেটা তারা গোপন রাখেন। স্বচ্ছল কিছু এলাকায় বিত্তশালীরা কুকুরকে নিয়ে রাস্তায় হাঁটতেও বের হন। নৈতিকতা বিষয়ে শেখানোর জন্যও ইরানে পুলিশ রয়েছে। জনাকীর্ণ স্থানে তারা দায়িত্ব পালন করে থাকেন। এর আগে তারা কুকুর নিয়ে হাঁটার সময় কখনও কখনও মনিবকে সতর্ক করে দিয়েছেন বা তাদের পোষা প্রাণীটিকে জব্দ করেছেন। আইনটি প্রণীত হলে, তা ইরানি কুকুর-প্রেমীদের জন্য দুঃসংবাদই বয়ে আনবে।-সূত্র : মানবজমিন