রাজশাহীর চারঘাটে আগ্নেয়াস্ত্রসহ একাধিক মামলার আসামী ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য মিলনকে আটক করেছে চারঘাট মডেল থানা পুলিশ। আটককৃত মিলন উপজেলার মিয়াপুর চাইপাড়া গ্রামের রইস উদ্দিনের ছেলে। বুধবার দিনগত গভীর রাতে মিলনকে তার নিজ বাড়ি থেকে পুলিশ আটক করে।
চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিবারন চন্দ্র বর্মন জানান, মিলন একজন পেশাদার ছিনতাই চক্রের সদস্য। সে বিভিন্ন সময় বিএনপি-জামায়াতের নাশকতার সঙ্গে সরাসরি সম্পৃক্ততা ছাড়াও বিভিন্ন স্থানে অস্ত্র উচিয়ে মারপিট এবং ছিনতাই করে আসছিল। বুধবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ মিলনের চাইপাড়া গ্রামের বাড়ির চারিদিকে ঘিরে ফেলে। এ সময় মিলন পুলিশের আগমন টের পেয়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে। পরে মিলনের দেয়া তথ্য মোতাবেক তার নিজ বাড়ি থেকে একটি ওয়ান শুটারগান, দুই রাউন্ড গুলি ও একটি চাকু উদ্ধার করে পুলিশ। থানা পুলিশের ছিনতাই চক্রের তালিকা মোতাবেক মিলন ৫ নম্বর তালিকা ভুক্ত। মিলনের বিরুদ্ধ ছিনতাই, নাশকতাসহ বিভিন্ন অপরাধে ৫টি মামলা রয়েছে।