রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় পূজা উদ্যাপন পরিষদের উদ্যোগে শনিবার যথাযোগ্য মর্যাদায় জন্মাষ্টমী উদযাপিত হয়। এ উপলক্ষে সকালে অনুষ্ঠিত হয় শোভাযাত্রা। শোভাযাত্রায় শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। শোভাযাত্রা শেষে কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। কেন্দ্রীয় পূজা উদ্যাপন পরিষদের সভাপতি প্রফেসর নিখিলরঞ্জন বিশ্বাসের সভাপতিত্বে এ আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন ও বিশেষ অতিথি উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান। এতে মূল আলোচক ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি পরিসংখ্যান বিভাগের প্রফেসর শঙ্কর মজুমদার। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পরিষদের সহ-সভাপতি প্রফেসর সোমলাল দাস। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্র-উপদেষ্টা ছাদেকুল আরেফিন, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর ইলিয়াছ হোসেন, নবাব আব্দুল লতিফ হলের প্রাধ্যক্ষ ড. বিপুল কুমার বিশ্বাস, শের-ই-বাংলা ফজলুল হক হলের প্রাধ্যক্ষ প্রফেসর মোস্তফা তারিকুল আহসান, ভূতত্ব ও খনিবিদ্যা বিভাগের প্রফেসর মৃণাল কান্তি রায়,জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগের প্রফেসর বিশ্বনাথ শিকদার, গণিত বিভাগের প্রফেসর কল্যাণ কুমার দে, প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের প্রফেসর কমল কৃষ্ণ বিশাস প্রমুখ। অনুষ্ঠানে আলোচকগণ জন্মাষ্টমীর তাৎপর্য তুলে ধরাসহ বাংলাদেশে ধর্মীয় সম্প্রতি ও সৌহার্দ্য বজায় রাখার প্রতি গুরুত্ব আরোপ করেন।
জন্মাষ্টমী উদ্যাপন কর্মসূচিতে আরো ছিল পূজার্চনা ও পুষ্পাঞ্জলি প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান, ইত্যাদি।